কাজিরবাজার ডেস্ক :
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই সিটি নির্বাচনের জন্য রবিবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তফসিল অনুযায়ী মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীরা ৩১ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই করা হবে ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।
দুই সিটিতে এবার সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না। অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। তবে ইভিএমে ভোট গ্রহণের জন্য প্রতি কেন্দ্রে টেকনিক্যাল পার্সন হিসেবে দু’জন করে সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবেন, যারা ইভিএম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হয়। এর আগে ভোটের তারিখ নির্ধারণে সম্মেলন কক্ষে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দুই সিটিতে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। মেয়ররা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে ওয়ার্ড কাউন্সিলররা পদে থেকেই নির্বাচনে অংশ নিতে পারবেন। এবার হালনাগাদে যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। প্রধান নির্বাচন কমিশনার জানান, নতুন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। আর ভোট হবে ৩০ জানুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে নতুন ভোটাররা ভোট প্রদান করতে পারবেন না।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন, ঢাকার উত্তর সিটিতে মেয়র পদসহ ৫৪টি সাধারণ ওয়ার্ড এবং ১৮টি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ করা হবে। উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার, ৬২১ জন। এই সিটিতে ভোট গ্রহণের জন্য সম্ভাব্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪৯টি। ভোট গ্রহণের বুথ সংখ্যা ৭ হাজার ৫১৬টি।
অপর দিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদসহ ৭৫টি সাধারণ ওয়ার্ড, ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। এই সিটিতে মোট ভোটারের সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ১২৪টি। বুথের সংখ্যা ৫ হাজার ৯৯৮টি। সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে।