জায়তুন্নেছা জেবু
মুজিব মানে
বাংলার মা মাটি ও রক্ত সিন্ধু
শক্রুর সাথে নয়তো বন্ধু
ফুল পাপড়ির ও জলের ঘ্রাণ
ষোলো কোটি মানুষের প্রাণ।
মুজিব মানে
দেশের জন্যই মুক্তির গান
শক্রুর গুলিতে ঝরছে প্রাণ
পেরিয়ে আধাঁর কালো রাত্রি
আলোর মিছিলে মহাকাল যাত্রী।
মুজিব মানে
টুঙ্গিপাড়ার সেই ছেলেটির নাম
রক্তে লেখা স্বাধীনতার সংগ্রাম
লাল সবুজের পতাকায় ছবি ভাসে
তুমি থাকবে অমর এক ইতিহাসে।
মুজিব মানে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
স্মরণে শোকের প্রদীপ জ্বালি।