সৌদির পর কাতারের ওপর অবরোধ তুলে নিচ্ছে মিসর

11

কাজিরবাজার ডেস্ক :
সৌদি আরব কাতারের ওপর আরোপিত স্থল, নৌ ও আকাশপথ অবরোধ তুলে নেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই একই পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসর। অবরোধের প্রায় সাড়ে তিন বছর পর কাতারের জন্য আবারও আকাশপথ খুলে দিচ্ছে তারা। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সৌদির মালিকানাধীন আল-অ্যারাবিয়া টেলিভিশন।
তবে সীমান্ত খোলার আগেই বেশ কিছু দাবি-দাওয়া পূরণ করতে হবে বলে শর্ত দিয়েছে মিসর। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, ৪১তম জিসিসি সম্মেলনে যোগ দিতে সৌদি যাচ্ছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি। ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বহুল প্রত্যাশিত এ সম্মেলনে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্ব নিরসনে নতুন একটি চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত রোববার কাতারের ওপর সৌদির অবরোধ তুলে নেওয়ার কথা জানান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে আল-সাবাহ বলেন, কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
সন্ত্রাসবাদে সমর্থন ও ইরান-ঘনিষ্ঠতার অভিযোগে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের সীমান্ত।
তাদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে কাতার। এই সংকট সমাধানে বিবাদমান দেশগুলোর ভেতর মধ্যস্থতার চেষ্টা করছে কুয়েত।