বিজয় দিবসে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

6

স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আজ সোমবার সিলেট জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং স্ব স্ব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা, বাদ জোহর কিংবা সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা, দুপুর ১২ টায় ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া, বিকেল সাড়ে ৩ টায় জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৬ টায় কবি নজরুল অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সুবিধাজনক সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, দিনব্যাপী সকল সিনেমা হল, জেলা স্টেডিয়াম, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, উপজেলা সদর ও অন্যান্য স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বাংলাদেশ বেতার সিলেট-এ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, সকাল সাড়ে ৮ টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং আকর্ষণীয় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ। জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী এসব অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।