ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের নেতৃত্বে মন্নাফী-কবির, উত্তরে বজলু-কচি

15

কাজিরবাজার ডেস্ক :
ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি হয়েছেন আবু আহমেদ মন্নাফী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির।
আর ঢাকা উত্তর মহানগরে সভাপতি হয়েছেন শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মান্নান কচি।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে প্রথম অধিবেশন সকাল ৯টার পরে শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে প্রধান অতিথির ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাপতি পদে ১৫ জনের নাম প্রস্তাব করা হয়। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে সাতজন এবং দক্ষিণে আটজন। আর উত্তর ও দক্ষিণের সাধারণ সম্পাদক পদে ২২ জনের নাম প্রস্তাব করা হয়। এর মধ্যে উত্তরে নয়জন এবং দক্ষিণে ১৩ জন।
কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক প্রমুখ।
এর আগে ২০১২ সালের ২৭ ডিসেম্বর অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন বছর পর নগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত করে ২০১৬ সালের ১০ এপ্রিল দুই মহানগরের দুটি কমিটি দেওয়া হয়।