নূরের নবী

32

শেখ একেএম জাকারিয়া

আরবদেশে একটা সময়
চলত শুধু মন্দকাজ,
দয়া-মায়া,ভালোবাসা
ছিল নাতো প্রেমের সাজ।

খুনখারাবি রাহাজানি
থাকত লেগে সারাক্ষণ,
সুরা পানে মত্ত সবাই
কু-নেশাতে ভাসত মন।

মূর্তিপূজায় মগ্ন ছিল
এই দেশেরই সবমানুষ,
মন্দপথে চলত সবাই
ছিল নাতো বুদ্ধি, হুঁশ।

চৌদ্দশত বছর আগে
রাসুল এলেন এইস্থানে,
আল্লাহ ছাড়া নেইতো মাবুদ
প্রচার করেন সবখানে।

সেই রাসুলের নামটি হলো
নূরের নবী মুহাম্মদ,
সত্যনীতি কায়েম করেন
মিথ্যা নীতি করেন রদ।

প্রচার করেন খোদার বাণী
জগৎ করেন আলোময়,
জন্ম নিয়ে এই জাহানে
বিদায় করেন কালো,ভয়।