গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সিলেটে-৬ আসনেও মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (২০ডিসেম্বর) ভোর থেকেই বিজিবির টহল শুরু হয়েছে। বিজিবির লোকজন নির্বাচনী এলাগুলোর মহাসড়ক ছাড়াও তারা উপজেলার পাড়া-মহল্লায় টহল দিচ্ছেন। মামুন নামে গোলাপগঞ্জ সদরের এক রেষ্টুরেন্ট ব্যবসায়ী বলেন,বিজিবির লোকজন সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। আক্তার নামে বিয়ানীবাজার আলীনগর ইউপির এক বাসিন্দা বলেন, আমাদের এলাকায়ও বিজিবি আসছে। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমারা শুনেছি বিজিবি টহলে নেমেছে। কতটি ইউনিট আসছে জানতে চাইলে তিনি বলেন,বিজিবির দায়িত্বপ্রাপ্ত অফিসাররা বলতে পারবেন। এ বিষয়ে বিয়ানীবাজার মডেল থানার ওসি অবনী শংকর করের সাথে আলাপ করা হলে তিনি বিজিবি টহলের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির টহলের পাশাপাশি আমাদের থানা পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। যাতে কেউ নাশকতা করতে না পারে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলান বাহিনী।