গোলাম আযম
দেখতো মা,
ওই মহান মানুষটিকে কি চেন?
নাতো বাবা?
উনি হলেন বাঙালি জাতির পিতা,
জান কি তুমমি সেটা?
হ্যাঁ বাবা,
চিনেছি এখন।
মুক্তিযুদ্ধে রয়েছে যার অসামান্য অবদান।
উনিতো স্বাধীনতার ঘোষক,
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,
বঙ্গবন্ধু শেখ মুজিব।
যার এক ইশারায় ঝাঁপিয়ে পড়েছিল
মুক্তিকামী জনতা,
প্রতিরোধের মুখে ছিনিয়ে এনেছিল
মোদের স্বাধীনতা।
বড় হয়ে হতে হবে আমাদের
উনার আদর্শে আদর্শিত,
কত নেতা এলো গেল
এবার বলো বাবা?
হবে কি কেউ তার মত?
নারে মা!
এ বাংলায় যার কোন তুলনা হয় না।
হ্যাঁ বাবা,
সকল বির্তকের উদ্ধে উঠে
তাইতো উনি মহান পুরুষ;
বঙ্গবন্ধু শেখ মুজিব।
যা শুধু একটি নামই নয়?
একটি ইতিহাস,একটি দেশ,বাংলাদেশ।
মুজবীয় আদর্শে আদর্শিত হয়ে
গড়ব সোনার বাংলাদেশ।