মৌলভীবাজারের ৭ উপজেলার হাজার হাজার গ্রাহক ॥ ইউনিপে টু-ইউতে বিনিয়োগকৃত টাকা ফেরত না পেয়ে পথে বসেছেন

101

জুড়ী থেকে সংবাদদাতা :
সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলার হাজার হাজার গ্রাহকরা ইউনিপে টু-ইউতে বিনিয়োগ করে পথে বসেছে। অনেকে সহায় সম্বল হারিয়ে হার্টস্ট্রোক, আত্মহত্যাসহ আজ পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে। কার কাছে গেলে তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাবে সেটাও জানা নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানী ইউনিপে টু-ইউ ১০ মাসে ডবল ব্যবসা দেবে মর্মে ২০০৯ সাল থেকে দেশব্যাপী তাদের প্রতারণা বাণিজ্যে শুরু করে, বেশির ভাগ গ্রাম অঞ্চলের অসহায় মানুষদের নিকট থেকে শুধু মৌলভীবাজার জেলা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কিছু দিন পর জাতীয় দৈনিক পত্র পত্রিকায় ইউনিপে টু-ইউর বিরুদ্ধে প্রতারণার রিপোর্ট প্রকাশ হলে কোম্পানীর কর্র্তৃপক্ষরা গা-ঢাকা দেয়। ২০১০ সালের শেষ পর্যায় ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে দুদুক, পরে সারা দেশের ১১১টি হিসাব স্থগিত করা হয়। ইতিপূর্বে স্থগিত ব্যাংক একাউন্ট থেকে ১৫৯ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছে কর্তৃপক্ষরা গত ২৯ নভেম্বর আমাদের সময় পত্রিকায় রিপোর্ট প্রকাশ হলে জুড়ীতে পত্রিকার ফটো কপি বিক্রি হতে দেখা গেছে, জানতে চাইলে শতাধিক লোকজনরা বলেন আমরা সবাই প্রতারকদের খপ্পড়ে পড়ে অর্থ হারিয়ে নি:স্ব হয়ে গেছি, আমাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। জুড়ীর অনেক সচেতন মহল বলেন আপনারা একটু লেখালেখি করেন যাতে প্রকৃত গ্রাহকরা তাদের বিনিয়োগকৃত টাকা গুলো ফেরত পায়, কারণ দুর্নীতির কারণে সরকারের সুনীতি যেন হারিয়ে না যায়।