চা কানন

19

আহমেদ রুমন

চায়ের কাননে আজ
মাতিল এ মন,
যেদিকে দু’চোখ যায়
সবুজের রঙ।

সারিতে দাঁড়িয়ে আছে
সবুজের ভাঁজ
তার সাথে ফাঁকে-ফাঁকে
সরু-সরু গাছ।

সবুজের মাঝে-মাঝে
ছোট-ছোট ফুল,
নানান সুবাসে মিলে
ভ্রমরা আকুল।

থেমে-থেমে শুনা যায়
শিয়ালের ডাক,
অদুরে গাছের ডালে
বাদুড়ের ঝাঁক।

অপলক পাহাড়িতে
কুঞ্জনে ভরা,
আঁকাবাঁকা বয়ে গেছে
মালিনীর ছড়া।

চায়ের কাননে আজ
মাতিল এ মন,
শীতল হাওয়ার পানে
মাতি কিছুক্ষণ।