স্টাফ রিপোর্টার :
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনফর আলীর বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার মনফরকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-৪ এ হাজির করে পুলিশ রিমান্ডের এ আবেদন করে। তবে গতকাল সাপ্তাহিক ছুটি থাকায় রিমান্ড আবেদনের শুনানি হয়নি।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, তিনটি মামলায় মনফর আলীর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ রবিবার এ আবেদনের শুনানি হবে। তিনি জানান, পুলিশ এসল্ট মামলা, চাঁদাবাজি মামলা এবং গত শুক্রবার করা অস্ত্র আইনের মামলায় মনফর আলীর বিরুদ্ধে এ রিমান্ড চাওয়া হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন জানান, গতকাল তাকে আদালতে হাজির করে ৩ মামলায় পৃথকভাবে তার বিরুদ্ধে ১০ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারেন প্রেরণ করেন। তিনি বলেন, আজ রিমান্ড শুনানীর কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জালালাবাদের কালারুকা ইসলামগঞ্জ বাজার থেকে মনফর আলীকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরাসহ গ্রেফতার করে পুলিশ।