ছাতকে মেয়রের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে নাগরিক সভা

44

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর কর্তৃক পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন পৌর কাউন্সিলর, পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ পৌর নাগরিকবৃন্দ। টানা চার বারের নির্বাচিত মেয়রের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা মামলা প্রত্যাাহার এবং নারী কাউন্সিল তাসলিমা জান্নাত কাকলীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন পৌরবাসী। বৃহস্পতিবার বিকেলে পৌর পরিষদ কর্তৃক আয়োজিত কার্যালয়ের সম্মেলন কক্ষে এক নাগরিক সমাবেশ এই দাবী তুলেন বক্তারা।
নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, বৌলা এলাকার হাজী আব্দুর রউফ, হাজী আয়না মিয়া, সামছু উদ্দিন আহমদ, মোগলপাড়া এলাকার হাজী সামছুল ইসলাম, বাগবাড়ী এলাকার রবিন্দ্র নাথ মিন্টু, রুকন মিয়া চেীধুরী, নোয়ারাই এলাকার আব্দুল মমিন চৌধুরী, আখলুছ মিয়া তালুকদার, চরেরবন্দ এলাকার আব্দুস ছাত্তার, মন্ডলীভোগ এলাকার হাজী নুর মিয়া তালুকদার, হাজী আবুল হায়াত বাবুল পাল, লায়েক মিয়া, শিখা রানী দে, তাতিকোনা এলাকার শরিফ আলম, ভাজনামহল এলাকার নেছার আহমদ, লেবারপাড়া এলাকার রাজেন্দ্র কুমার রায়, সিরাজ মিয়া, ফকির ঠিলা এলাকার মখবুল আলী, শ্যামপাড়া এলাকার ছানু আচার্য্য, মধ্যবাজারের চম্পু দত্ত প্রমুখ।
এদিকে, পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশালিন আচরন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করায় নারী কাউন্সিলর কাকলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ১০ কাউন্সিলর স্বাক্ষরিত একটি রেজুলেশন করা হয়েছে। অপর দিকে, মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে নারী কাউন্সিলর কাকলী অশুভ আচরন, ভাংচুর ও গালিগালাজ করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি পালনের সময় বক্তারা এ মিথ্যা ও বানোয়াট মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করলে অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষনা দেওয়া হয়। মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য কাউন্সিলর কাকলীর প্রতি আহবান জানান পরিষদের আন্দোলনকারীরা।