স্টাফ রিপোর্টার :
নগরীর সোবহানীঘাট ও চৌকিদেখী থেকে বিপুল পরিমাণ ইয়াবা, প্রাইভেটকার, দেশীয় তৈরী চোলাই মদ ও ২ মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯’র সদস্যরা। গতকাল শনিবার সকালে ও বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জকিগঞ্জ থানার পীরনগর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র বর্তমানে শাহজালাল উপশহর ৩ নং রোডের ৭১ নং বাসার বাসিন্দা মোঃ কবির আহমেদ (৩৮), নেত্রকোনা জেলার কালিয়াজুরি থানার কুশালপুর গ্রামের রতীন্দ্র সরকারের পুত্র বর্তমানে সুবিদবাজার লন্ডনী রোডের আলম মিয়ার বাড়ির বাসিন্দা মনিন্দ্র সরকার জনিক (২৭), এয়ারপোর্ট থানার তারাপুর চা বাগানের মৃত রাম লাল গরের স্ত্রী বাসন্তী গর (৫০) ও একই এলাকার দিলীপ হাওলাদারের স্ত্রী মনি হাওলাদার (২৫)।
র্যাব-৯ জানায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে কোতোয়ালী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর সোবহানীঘাটস্থ হোটেল ইষ্টার্ন গেইট এর সামন থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেট কারসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ কবির আহমেদ ও মনিন্দ্র সরকার জনিককে গ্র্রেফতার করেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে র্যাব-৯’র অপর একটি দল গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মালনীছড়া চা বাগানের উত্তর নগরীর চৌকিদেখি বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী বাসন্তী গর ও মনি হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৭২ লিটার দেশীয় তৈরি চোলা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।