কাজিরবাজার ডেস্ক :
ঢাকার ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় কেন্দ্রীয় যুবলীগ জরুরী ভিত্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশের পর যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে ধরতে অভিযানে নামে র্যাব। বুধবার বিকেল থেকে গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাসা এবং ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে একযোগে অভিযান শুরু করেন র্যাব সদস্যরা। খালেদ ফকিরাপুলের ওই ক্লাবের সভাপতি।
কয়েক ঘণ্টার অভিযানে ওই ক্লাবে মদ আর জুয়ার বিপুল আয়োজন পাওয়া যায়। সেখান থেকে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়। আর গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেফতারের পর তার বাসায় ৫৮৫ পিস ইয়াবা, বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা এবং অবৈধ অস্ত্র পাওয়ার কথা জানায় র্যাব। বৃহস্পতিবার রাতে খালেদ ভূঁইয়াকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে দুই মামলায় সাতদিন করে রিমান্ড চাওয়া হলে অস্ত্র মামলার চারদিন এবং মাদক মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন দুই বিচারক।