জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

18

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রবিবার স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পাটলি ইউনিয়ন উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, সহ-সভাপতি নয়াবন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মতিউর রহমান, শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. হাজের আলী, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল, সাধারণ সম্পাদক রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবদুল হালিম, যুগ্ম-সম্পাদক কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমদ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুহিত, সাংগঠনিক সম্পাদক গোলবাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পিন্টু চন্দ্র সরকার, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রাসেল তালুকদার, অর্থ সম্পাদক শাহজালাল উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলে আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. এরশাদুর রহমান, আইসিটি সম্পাদক শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসলাম হোসেন খান, ক্রীড়া সম্পাদক অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল হাসান, কার্যনির্বাহী সদস্যরা হলেন, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, রৌয়াইল উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির, আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান্নুর, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.সাইফুল ইসলাম, রসুলগঞ্জ একেএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হোসাইন আহমদ, ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক সুব্রত সরকার, চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক একেএম মুশিউর রহমান।