কাজির বাজার ডেস্ক
এক কর্মস্থলে তিন বছরের বেশি হলেই তাকে বদলি করা হবে। ভ‚মি মন্ত্রণালয়ের অধীনে অফিসগুলোতে কাজ করা কর্মচারীদের জন্য এমন নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে ভ‚মি মন্ত্রণালয়। বুধবার (১৩ নভেম্বর) এমন একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও হয়রানিমুক্ত ভ‚মিসেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অন্তর্র্বর্তী সরকার ভ‚মি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সেবা প্রদান পদ্ধতিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি কর্মচারীদের মাধ্যমে এসকল সেবা দেওয়া হচ্ছে। পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, কতিপয় কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত। এ প্রেক্ষাপটে মাঠপর্যায়ে ভ‚মি পরিষেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি প্রতিষ্ঠাসহ জনবান্ধব ভ‚মি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে ভ‚মি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভ‚মি রাজস্ব প্রশাসন এবং ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদফতরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত (১০ম থেকে ২০তম গ্রেড) কর্মচারীদের ওই কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা সমীচীন বলে প্রতীয়মান হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, মাঠপর্যায়ে ভ‚মি রাজস্ব প্রশাসন এবং ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদফতরের কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে সব বিষয়ে কাজ করার সুযোগ দেওয়া। মাঠপর্যায়ে জনবান্ধব ভ‚মিসেবা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনগণের দুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে যিনি বা যারা একই কর্মস্থলে বা একই শাখায় তিন বছরের অধিককাল কর্মরত, তাদের কর্মস্থল বা শাখা পরিবর্তন বা অন্যত্র বদলি করা। দুর্গম বা প্রতিক‚ল যোগাযোগসম্পন্ন এলাকায় কর্মরত কর্মচারীদের চাকরির মেয়াদ দু’বছর হলেই তাকে অন্যত্র বদলি করা। শারীরিক অসুস্থতা বা নৈতিক স্খলনজনিত বা সুনির্দিষ্ট বা যুক্তিসংগত কারণে নির্ধারিত সময়ের আগে কোনো কর্মচারীকে অন্যত্র বা আন্তঃজেলা বদলি করা হলে, জেলা প্রশাসক এবং ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার কর্তৃক বদলির কারণ দ্রæততম সময়ের মধ্যে প্রতিবেদন আকারে ভ‚মি মন্ত্রণালয়ে দাখিল করা।