টুকেরবাজারে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

20
কুমারগাঁওয়ে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করছে পুলিশ।

স্টাফ রিপোর্টার :
শহরতলীর টুকেরবাজারে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এসএমপি’র ট্রাফিক পুলিশ। গতকাল রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে মাইকিং করে গাড়ী চালানোর বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও জনসাধারণ ও মোটরসাইকেল আরোহী এবং পথচারীদের মধ্যে ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক নিয়মাবলী সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় ১৫টি বিভিন্ন প্রকার যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা এবং ১২টি বিভিন্ন প্রকার যানবাহন ডাম্পিং এর মাধ্যমে পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়।
অভিযানে এসএমপি’ এডিসি (ট্রাফিক-দক্ষিণ) নিকুলিন চাকমা, এডিসি (ট্রাফিক-উত্তর) জ্যোতির্ময় সরকার, এসি (ট্রাফিক), মোঃ আশিদুর রহমান, টিআই (প্রশাসন) মোহাম্মদ হাবিবুর রহমান, সার্জেন্ট মোহাম্মদ মাহবুবুজ্জামান ফকির, সার্জেন্ট হৈমন্তী সরকার, সার্জেন্ট তানভীর আহমেদ, সার্জেন্ট সুবীর তালুকদার, টিএসআই মোঃ হাসমত আলী মোল্লাসহ স্পেশাল-১ টিম ও মোবাইল-১ অংশগ্রহণ নেন।