ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের ফকিরটিলা-সোনালী চেলা সড়কে মালবাহী ভারী ট্রাক্টর চলাচল নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ওই সড়কে সিএনজি চালিত যাত্রীবাহী অটো রিক্সা-অটোটেম্পু চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ভারী ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকাল থেকে অটো রিক্সা-অটোটেম্পু ফকির টিলা উপ কমিটির সিদ্ধান্তে চালকরা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে এ সড়ক পথে যাতায়াতকারী জনসাধারণ চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ছাতক থানা পুলিশ খবর পেয়ে বিকেলে ইসলাম বাজারে (হাদা-চানপুর) উপস্থিত হয়ে অটো রিক্সা-অটোটেম্পু কার্যালয়ে স্থানীয় ব্যক্তিবর্গ চালকদের নিয়ে এক বৈঠক শেষে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সড়ক পথে ট্রাক্টর চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সিদ্ধান্তের পর সন্ধ্যায় এ সড়কে যান চলাচল শুরু হয়। অটোরিক্সা-অটোটেম্পু ফকির টিলা উপ কমিটির আব্দুস সোবহান, তেরা মিয়া, মিলন মিয়া, আব্দুস ছালামসহ স্থানীয় এলাকাবাসী জানান, নির্মানাধিন ফকির টিলা-সোনালী চেলা সড়কের সিংহভাগ নির্মাণ কাজ সদ্য শেষ হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সড়কের পাকাকরণ কাজ শেষ পর্যায়ে। এ অবস্থায় সড়কটি দিয়ে ভারী ট্রাক্টর চলাচল করলে অচিরেই সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সময় কামাল মিয়া, রুবেল মিয়া, জুয়েল মিয়া, আল আমিন, সুহেল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।