রিপলু চৌধুরী
প্রথম যেদিন দুটি আঁখি
দেখে ছিল তোমার ছবি
সেই দিন তোমাকে দিয়েছি মন
আমার হৃদয়ে রবি।
সেই রবিতে জ্বলে উঠে
ভালবাসার এক ঝলকানি
দেহের প্রতি নিঃশ্বাসে বিশ্বাসে
হয়ে গেলে তৃপ্তি পানি।
হৃদয় পিঞ্জিরা খাঁচার মঝে
হয়ে গেলে তুমি পাখি
শ্বাস প্রশ্বাসের সাথে চলা চল
দেখতে পায় দুটি আঁখি।
যদি তুমি যাও পাখি
আমার হৃদয় খাঁচা ভেঙ্গে
বন্ধ হয়ে যাবে নিশ্বাস
থাকবো না হয়তো সঙ্গে।
যদি তুমি নাহি থাক পাশে
এই অঙ্গ দিয়ে কি হবে
মিছা মিচি ভালোবাসা
করোনা প্রিয় আমার সঙ্গে।
তুমি যদি দাও বিষ আমায়
তোমার নিজ হাতে তুলে
যেনে শুনে পান করিব আমি
লুটিয়ে পরবো মৃত্যুর কুলে।
আমি তোমায় ভালোবাসি সত্যি
এর মাঝে পাবে না খুঁজে তুমি
মিথ্যা কোন চল চাতুরী
আমাকে বিশ্বাস কর প্রিয় তুমি।