স্পোর্টস ডেস্ক :
দীর্ঘদিন পর বাংলাদেশে মাঠে ফিরতে চলেছে ক্রিকেট। আজ (রবিবার) শুরু হবে বিসিবি প্রেসিডেন্টস কাপ। উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ। টুর্নামেন্টে বাকি দলটি হচ্ছে তামিম একাদশ। অধিনায়কদের নামেই দলের নাম করা হয়েছে।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। টুর্নামেন্টে তিন অধিনায়কেরই চাওয়া এই ট্রফি জেতা। শনিবার নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তিন অধিনায়ক।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে। তার চেয়েও বড় কথা এটা আমাদের দেশের সবচেয়ে প্রমিজিং এবং অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলি সবদিক দিয়েই সেরা খেলোয়াড়দের টুর্নামেন্ট। এটা আমাদের নিজেদের ভেতর একটা ভালো প্রতিযোগিতা, আমাদের প্রমাণের জন্য।’
নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রত্যেকটা টিমই ভালো। অবশ্যই প্রত্যাশা অনেক বেশি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। আশা করছি, আমরা যদি ন্যাচারাল খেলাটা খেলতে পারি তাহলেই ভালো কিছু হবে।’
তামিম ইকবাল বলেছেন, ‘অবশ্যই, চেষ্টা করব জিততে। যেহেতু টুর্নামেন্টে আমরা একটা টিম তাই চ্যাম্পিয়ন হওয়াই আমাদের ইচ্ছা। ইচ্ছা তো সবারই থাকবে, কিন্তু দিন শেষে যে মাঠে ভালো খেলবে সেই জিতবে।’