সিলেট চেম্বারের উদ্যোগে বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

11

গত ৪ মে শনিবার চেম্বার বোর্ড রুমে সিলেট চেম্বার এর উদ্যোগে সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ভ্যাট সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তাগণ বলেন, সিলেটের ব্যবসায়ীরা ভ্যাট, ট্যাক্স প্রদানে আগ্রহী। কিন্তু সকল ব্যবসায়ীর ব্যবসা একরকম নয়। একই হারে সকলের কাছ থেকে ভ্যাট আদায় করা হলে অনেক ব্যবসায়ীকে পথে বসতে হবে। ব্যবসায়ীগণ বলেন, আয়কর পরিশোধের পর ব্যবসায়ীদেরকে যেভাবে প্রত্যয়নপত্র প্রদান করা হয়, তেমনিভাবে ভ্যাট পরিশোধের পর ব্যবসায়ীদেরকে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স প্রদান করা উচিত। তারা নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের উপর বোঝা না বাড়িয়ে ভ্যাটের পরিধি বৃদ্ধি দাবী জানান। এছাড়াও ভ্যাট কর্মকর্তারা যাতে ব্যবসায়ীদের খাতাপত্র জব্দ ও কোনরূপ দূর্ব্যবহার না করেন সেবিষয়ে সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, এহতেশামুল হক চৌধুরী, ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সিএন্ডএফ এজেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ বশিরুল হক, হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি সাদিকুর রহমান, সিএনজি ওউনার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ, সেক্রেটারী মুজিবুর রহমান, রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট এসোসিয়েশনের জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের সদস্য আক্তার চৌধুরী রুবেল, হাজী মোঃ ছাদ মিয়া, হাজী আব্দুল আহাদ, বনফুলের ডিজিএম মোঃ আব্দুল হক, ফুলকলির ম্যানেজার মোঃ তাছলিম উদ্দিন, কেমিস্ট মোঃ সাঈদ খান, মধুবনের মোঃ মাহফুজ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি