আব্দুর রাজ্জাক
তুমি নীল আকাশে ডানা খোলা উড়ন্ত এক পাখি,
সকাল সন্ধ্যা চারিপাশে করো ডাকাডাকি।
তুমি নিঝুম রাতে ফুলের কাছে চুপটি করে বসো!
চোখে চোখে চোখটি রেখে বলো ভালোবাসো।
তুমি জোনাক পোকার আলো জ্বেলে- কালো আঁধার দেখো,
ফুল বাগানে নেচে নেচে ফুলের সুবাস মাখো।
তুমি তারার সাথে তা-ধীন তা-ধীন নেচে করো খেলা।
এদিক সেদিক ঘুরে ফিরে যায় সারাবেলা।
তুমি একটা পাখি, কালো যে তার আঁখি, হাসি ভরা মুখ,
উড়ন্ত এক পাখি তুমি দেখতে লাগে সুখ। ইচ্ছে করে তোমার সাথে ডানা মেলে উড়ি,
আকাশ থেকে মাটির পথে পাখনা মেলে ঘুরি।