বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল – মাহমুদ উস সামাদ এমপি

5

সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আওয়ামী সরকারের আমলে অতীত থেকে আমার প্রচেষ্টায় কয়েকগুণ উন্নয়ন বেশি হয়েছে। ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট-মাইজগাঁও-পালবাড়ী সহ ও দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-সুলতানপুর সড়ক সম্প্রসারণ ও উন্নতমানের সংস্কার করতে একনেকে পাস করতে হয়েছে। এতে সড়ক দুটি টেকসই উন্নয়ন কাজ সম্ভব। আগামীতে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়ক চার লেন উন্নীত করতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশা আল্লাহ তা বাস্তবায়িত হবে।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি গতকাল ২৭ অক্টোবর রবিবার বিকালে ৪৬ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট-বাইয়া ফেঞ্চুগঞ্জবাজার-মাইজগাঁও-পালবাড়ী সড়কের ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়–য়া, উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়াই চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি বদরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সহ সভাপতি মিসবাহ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, আব্দুল হাই খসরু, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির সাবেক সভাপতি ওহিদুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা, ব্যবসায়ী সাহিদ উস সামাদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ, মাহফুজুর রহমান চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলতাউর রহমান রুনু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ডিএম ফয়সল, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। বিজ্ঞপ্তি