নগরীর রোজভিউ হোটেলে উক্ত শিক্ষামেলা আয়োজন করছে উইনিং ম্যাগনেটিউড চট্টগ্রাম এবং মেন্টর্স চট্টগ্রাম। এই মেলার আরো সহযোগী হিসাবে থাকছে মালয়েশিয়ান শিক্ষা মন্ত্রণালয়।
আজ শুরু হওয়া উক্ত শিক্ষামেলা আগামীকাল চলবে। মেলা সকাল ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রবেশাধিকার সম্পূর্ণ উন্মুক্ত। শিক্ষামেলায় মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় ও তাদের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। আরো উপস্থিত থাকবে সিলেট হতে মালয়েশিয়াতে অধ্যয়নরত বিভিন্ন ছাত্রছাত্রী।
মেলা থেকে মালয়েশিয়ান বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সকল তথ্যসেবা বিনামূল্যে পাওয়া যাবে।” উইনিং ম্যাগনেটিউড” এবং “মেন্টর্স চট্টগ্রাম” চট্টগ্রাম শাখার ম্যানেজিং পার্টনার মিসেস মানজুমা মোর্শেদ জানান চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে যারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদের স্পট এডমিশন থেকে শুরু করে সকল সহায়ক সেবা প্রদান উক্ত মেলার মূল উদ্দেশ্য। স্পট এডমিন এর জন্য আগ্রহী শিক্ষার্থীদের সকল সার্টিফিকেট ও আনুষঙ্গিক ডকুমেন্ট সাথে আনতে হবে। বিজ্ঞপ্তি