সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ॥ হোটেল বিলাসের সুনাম ক্ষুন্ন করতে অপপ্রচারের অভিযোগ

12

স্টাফ রিপোর্টার :
নগরীর তালতলায় অবস্থিত হোটেল বিলাস এর সুনাম ক্ষুন্ন করতে অপপ্রচারের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিলাস এর স্বত্ত্বাধিকারী মো. শুকুর মিয়া লস্কর।
লিখিত বক্তব্যে শুকুর মিয়া বলেন, গত ৮ আগষ্ট ও ৩ সেপ্টেম্বর সাপ্তাহিক একটি পত্রিকায় হোটেল বিলাস নিয়ে মিথ্যা, বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে শুকুর মিয়া আরো বলেন, পুণ্যভূমি সিলেট নগরীতে যে সব পর্যটক বেড়াতে আসেন তাদের একটি অংশ নিয়মিতভাবেই হোটেল বিলাসে স্বল্পমূল্যে অবস্থান করে থাকেন। অত্যন্ত সুনামের সাথে হোটেল বিলাস ব্যবসা পরিচালনা করে আসছে। এখানে কোন ধরনের অনৈতিক কাজের সুযোগ নেই। সংবাদ সম্মেলনে তিনি সরেজমিন পরিদর্শন করে হোটেল বিলাস সম্পর্কে আরো অবগত হওয়ার আহ্বান জানিয়ে এসব মিথ্যাচারের প্রতিবাদ জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লস্কর এন্টারপ্রাইজ থেকে পৃথক হয়ে বর্তমানে হোটেল বিলাস একক মালিকানাধীন পরিচালিত হয়ে আসছে।