শরৎ এসেছে

28

জিল্লুর রহমান পাটোয়ারী

শরৎ এসেছে কাশবনে আজ,
লাগলো দোলা বাতাসে –
খেলিছে খেলা নাগরদোলায়,
সাদা মেঘ ঐ আকাশে।
কাশফুল বনে লেগেছে দোলা ,
ভ্রমর ছুটছে আনমনে –
গেয়ে যায় গান মধুর সুরে,
ভোলাতে ঐ ফুলবনে।
নদীর বাঁকে বাঁকে হাট বসেছে,
সাদা বকের মেলা –
ঐ উড়ে যায় দূরের আকাশে,
কাশফুল করে খেলা।
কেউ কি কখনও দেখেছ কোথাও,
বাংলার মতো রূপ –
ছয় ঋতুতে আছে রূপের মাখামাখি,
শরৎ তার অপরূপ।