শরতের মেয়ে

29

কাঞ্চন দাশ

শরতের এ কোমল রোদে
চিকচিক করে বালিূ
নদীর ধারে কাশের মেলা
কোথাও নাই খালি।

শিউলি ফুলের গন্ধ দিয়ে
ভড়িয়ে উঠে উঠানূ
পাল তোলা নৌকা নিয়ে
মাঝি দিয়ে যায় টান।

পাহাড়ের ওই রাস্তাগুলো
একেঁ বেঁকে চলেূ
এসব দেখে উদাস মনে
মিষ্টি কথা বলে।

প্রথম কবে ফুটেছে ফুল
সেই শুধু তা জানেূ
তাই তো সে তা সবার আগে
খোঁপায় বেঁধে আনে।

ইচ্ছে করে ডেকে বলি
“ওগো কাশের মেয়ে”
আজকে আমার চোখ জুড়ালো
তোমার দেখা পেয়ে।