রায়হান কিবরিয়া রাজু
টেপার মায়ের রাগটা ভীষণ
মনটা লোহায় গড়া
মনে তাহার উগ্র বঁচন
তাও আবার খুব কড়া।
টেপার মায়ের মাথা খারাপ
যা খুশি তাই করে
টেপার বাবা জুড়লে আলাপ
তারেই ধরে মারে!
গালিগালাচ কম করেনা
ঝিকে উঠে খুব
টেপার বাবা শুদ্ধ কানা
ভয়েই থাকে চুপ।
একটু যদি আদর করে
রাগ ভাঙাতে চায়
উল্টো আবার রাগ বাড়িয়ে
বাপের বাড়ি যায়।
টেপার বাবা বলে না কিছু
থাকেই শুধু ভয়ে
টেপার মায়ের সব জ্বালাতন
নিরবে যায় সয়ে।
এমন করেই দিন কাটছে
চলছে তাদের জীবন
টেপার বাবায় বসে ভাবে
তার বউটা কেন এমন..!