হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ কেটে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে আটক করে ২ লাখ টাকার জরিমানার পাশাপাশি জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও ট্রাক্টর।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজারের গংগানগর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।
ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান, ঝুঁকিপূর্ণ খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় এক্সেভেটর দিয়ে বাঁধ কেটে মাটি-বালু উত্তোলন করায় শামীম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও একটি ট্রাক্টর।
ইউএনও বলেন, এক্সেভেটর ও ট্রাক্টরটি জব্দ করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেনের জিম্মায় দেয়া হয়েছে। তিনি বলেন, এমন অভিযান চলমান থাকবে। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করে চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই অজিতকুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ।