মিজানুর রহমান মিজান
আসবে বন্ধু শ্যামকালা আজ নিশিকালে
এক মনে এক ধ্যানে বসে থাকবো নিরলে।
দিনমান খোয়ালাম গেঁথে ফুলের মালা
আসবে কাছে পরাবো গলে চিকন কালা
ঢালা ভরে রাখছি সখি পথ ভরিও ফুলে।।
আদর যতেœ বন্ধের মন পাবার আশা
মন যোগালে বন্ধে কেমনে করবে নিরাশা
সুঘ্রাণ ছড়াবে সখি গো আতর জলে।।
বন্ধু রসিক সুজন চায় ভালবাসা
দিতে জানলে মন প্রাণ পুরাবে আশা
অভাগির চিত্ত জ্বলবে না অনলে।।