ফেরদৌসী খানম রীনা
মনে মনে পণ করেছি
ভালো কিছু করবো,
জীবন তো ক্ষণিকের তাই
কিছু অবদান রাখবো।
ভালো কাজ হতে পারে তা
অসহায়কে সাহায্য,
একটি বৃক্ষ রোপণ করাও
নয় তো অকার্য।
ভালো কিছু করা তো নয়
শুধু মুখের কথা,
নিজের জীবন বিলিয়ে দিয়ে
বুঝে সকলের ব্যথা।
মিথ্যাকে দূরে ঠেলে
সত্যকে গ্রহণ করবো,
অন্যায়ের প্রতিবাদ করে
ন্যায়ের পথে চলবো।
শিক্ষার আলো ছড়িয়ে দিব
প্রতি ঘরে ঘরে,
আলোর প্রদীপ জ্বালাব
প্রতিটি অন্তরে।