সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউপির চকের বাজার সরকারি প্রথমিক বিদ্যালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও বাছাই কমিটির সদস্য সচিব, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালক সাক্ষরিত পত্রে সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয়। এরপূর্বে দক্ষিণ সরমা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এবং গত ১১ অক্টোবর সিলেটের ১৩টি উপজেলাকে পিছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করে চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিপ্লবী পাল জানান, তার স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৫২৬ জন শিক্ষার্থী রয়েছে। সকল শিক্ষার্থী ও অভিভাকদের আন্তরিক প্রচেষ্টায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে স্কুলটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তিনি আরও জানান তার বিদ্যালয়টি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে যাতে শ্রেষ্ঠ হতে পারে, সে জন্য সবার সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করেন।- বিজ্ঞপ্তি