হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রস্তুতি সভা ॥ সম অধিকার-সমমর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ২৭ এপ্রিল ত্রি-বার্ষিক সম্মেলন সফলের আহ্বান

28

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৭ এপ্রিল শনিবার অনুষ্টিত হতে যাচ্ছে। বাংলাদেশের সংবিধানে স্বাধীনতার ঘোষণা পত্রে ঘোষিত সাম্য, মানবিক ও সামাজিক সুবিচার নিশ্চিত করার কথা বলা হলেও স্বাধীনতার ৪৮ বছরে অনেক ক্ষেত্রেই সেই বিষয়গুলো দেশের জাতিগত ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসি জনগোষ্ঠির জীবনে কল্যাণ বয়ে আনেনি উল্লেখ্য করে সর্বক্ষেত্রে সম অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার দাবিতে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ১৯ এপ্রিল শুক্রবার প্রস্তুতি সভায় বক্তারা উল্লেখ করেন।
বন্দরবাজার ব্রহ্মমন্দিরে সকাল ১১টায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপত্বি করেন ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট।
মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় উপস্থিত ছিলেন, ঐক্য পরিষদ নব গঠিত ৬টি সিলেট মেট্রোপলিটন থানার সভাপতি, সম্পাদক ছাড়াও ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
সভায় ২৭ এপ্রিল শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর শাখার তৃণমূল থেকে সর্বস্তরের নেতৃবৃন্দ ও সুধী শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা কমান্ডার ও ঐক্যপরিষদের সিনিয়র সদস্য সুব্রত চক্রবর্তী জুয়েল, পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি গোপিকা শ্যাম পূরকায়স্থ, ঐক্যপরিষদ মহানগর সহ-সভাপতি সুদীপ পুরকায়স্থ, নির্মল সিংহা, সদর উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক নীরেশ দাশ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, পূজা উদযাপন পরিষদের সিলেট মহানগর সহ-সভাপতি চন্দন সাহা, মদন মোহন কর্মকার, পূজা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা মহানগর ও থানা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, দানেশ সাংমা, প্রদীপ কুমার দে, শ্যামল কান্তি ধর, ইউপি সদস্য মঙ্গঁলা রানী সূত্রধর, জিডি রুমু, এডভোকেট নিতু কান্ত দাস, নিরঞ্জন চন্দ্র চন্দ, রাখাল দে, দীনেশ কর, বাবুল দেব, জীবন কৃষ্ণ গোস্বামী, রাজ কুমার পাল রাজু, লিটন দেব, সঞ্জয় পার্সি, ভানু নাথ, বিজয় কৃষ্ণ ধর প্রমুখ। বিজ্ঞপ্তি