মুক্তিযুদ্ধে ক্রস ফায়ারে নিহত ৮ পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভে মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের শ্রদ্ধাঞ্জলি

34

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সিলেট জিন্দাবাজারস্থ ন্যাশনেল ব্যাক বর্তমান সোনালী ব্যাক এ নিরাপত্তার দায়িত্বে থাকা ৮জন পুলিশ সদস্যকে ক্রস ফায়ারে আক্রমণ করে পাকিস্তানী হানাদার বাহীনি। তাদের আক্রমণে এ ৮ পুলিশ সদস্য শহীদ হন। তাদেরকে স্মরণে বুধবার সকালে সিলেট পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। শহীদ ৮ জন পুলিশ সদস্য হলেন, হাবিলদার আব্দুর রাজ্জাক, কনস্টেবল মুক্তার আলী, শাহার আলী, আব্দুস সালাম, আব্দুস সামাদ, মো. হানিফ বেপারী, মনিরুজ্জামান, পরিতোষ কুমার কুন্ড।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিলেট মহানগর শাখার সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, সহ কমান্ডার সুরুজ আলী, নীলকান্ত সিনহা, সদস্য এড. মুজিবুর রহমান, মো. মকবুল হোসেন, মো. গুলজার খান, হারুনুর রশিদ, সলিমুল্লাহ, মতিউর রহমান, অনিল তালুকদার, মন্তাজ মিয়, আব্দুর রহমান, টেনাইউল্লাহ আব্দুর রহিম, আরিফ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি