কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার (সিএইচসিপি) পদ রাজস্ব করণের দাবিতে সারা দেশে ঘোষিত কর্মসূচীর আওতায় দক্ষিণ সুরমা উপজেলার কর্মরত সিএইচসিপিরা কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
১৯ জানুয়ারি শনিবার সকালে ঘোষিত কর্মসূচির প্রথম দিনে উপজেলার ১৯ টি ক্লিনিকের সিএইচসিপিরা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, দক্ষিণ সুরমা শাখার সভাপতি দিলু মিয়া, বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হুসাইন, দাবী আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক উপদেষ্টা মোজাহিদ আলী, দপ্তর সম্পাদক রায়হানুর রহমান, অপু কুমার নাথ, দেলোয়ার হুসেন হীরা, মিতালী চক্রবর্তী, ফাহিমা চৌধুরী, খালেদা বেগম, ফাতেমা সুলতানা, রুনা বেগম, হেপী, নাজমিন, এস এম উমর ফারুক, নাসিমা বেগম। বিজ্ঞপ্তি