জামাল হত্যাকান্ড ॥ আদালতে ২ আসামীর জবানবন্দী গ্রহণ

40
জামাল হত্যাকান্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তি দেওয়া দুই আসামী।

স্টাফ রিপোর্টার :
মহানগরীর শাহপরান বিআইডিসি এলাকায় আব্দুল হাফিজ জামাল (২০) হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিয়েছে ২ আসামি। তাকে হত্যার উদ্দেশ্যে জব্বার আলী জনি হাতে ছোরা এবং জুনেদ আহমদ রামদা নিয়ে আক্রমণ করে। এ দুজনের স্বীকারোক্তির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে পুলিশ।
গত ৩০ মে বিকেল পৌনে ৬টার দিকে শাহপরান বিআইডিসির বহর আবাসিক এলাকার নজরুল ইসলামের পুত্র আব্দুল হাফিজ জামাল হত্যার ঘটনা ঘটে। বিআইডিসি এলাকার খন্দকার মার্কেটের দক্ষিণ পাশের গেইটের ভেতরে বসে আরো ২ বন্ধুর সাথে গল্প করার সময় জামালের ওপর হামলার ঘটনা ঘটে। সাথে থাকা বন্ধু রবিউল ইসলাম নবেল ও কাওছার আহমদ তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌনে ৭টার দিকে জামালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার বহর আবাসিক এলাকার আমীর আলীর পুত্র জব্বার আলী জনি (২১) ও কালা মিয়ার পুত্র জুনেদ আহমদের (২২) নাম ছিল। এ দুই আসামি গত ১১ জুন আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার এসআই রিপটন পুরকায়স্থ উভয় আসামিকে আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নেন। রিমান্ড শেষে গতকাল রবিবার আসামিদেরকে আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
শাহপরান থানার ওসি আখতার হোসেন ওই জবানবন্দির বরাত দিয়ে জানান, গত ২৮ মে ব্যঙ্গাত্মক কথাবার্তার জের ধরে আব্দুল হাজিফ জামালের সাথে আসামিদের মনোমালিন্য হয়। এরপর ৩০ মে জব্বার আলী জনি হাতে ছোরা এবং জুনেদ আহমদ হাতে রামদা নিয়ে জামালের ওপর হামলা চালায়।