গাছের কদর

28

মুহাম্মাদ শহীদুল ইসলাম ফকির

আসুন সবাই একটি করে
লাগাই গাছের চারা,
গাছ আমাদের জীবন বাঁচায়
অক্সিজেন দেয় তারা।

নিজের গায়ে রোদ লাগিয়ে
আমাদের দেয় ছায়া,
আমরা মানুষ হই না যে হুঁশ
গাছের কত মায়া।

গাছের কদর লিখতে গিয়ে
ঘামছি শুধু আমি,
জীবন মৃত্যু দুই জগতে
গাছ যে অনেক দামি।

জীবদ্দশায় দেয় যে তারা
মিষ্টি মধুর ফল,
তৃষ্ণা মিটে রোগ সেরে যায়
খেলে তাদের জল।

মৃত্যুর পরে জ্বলতে জানে
থাকে সবার ঘরে,
চেয়ার টেবিল খাট হয়ে সে
মানব সেবা করে।