শীত :
কুহেলিকার চাদর পরে শীত আসে দ্বারে
শীতের ডরে বাচ্চা বুড়ো টিকতে নাহি পারে।
রবির আলো যায় না দেখা কুহেলিকার তরে
গরম কাপড় গায়ে দিয়ে থাকতে যে হয় ঘরে।
বাইরে গেলে থরথরিয়ে কাঁপে তনু মন
কখন রবি দিবে উঁকি আশায় থাকে জন।
হতদরিদ্র কভু নাহি গরম কাপড় পায়
হাড় কাঁপানো শীতে বুঝি তাদের পরান যায়।
কুহেলিকা সরে যখন উঁকি দেয় রবি
চতুর্দিকে যায় যে দেখা কর্মযজ্ঞের ছবি।