তারেক লিমন
আলাদিনের চেরাগ নয়
গল্প ও নয় রূপ কথার
বলছি কথা শুনো সবাই
মানবী রোবট সুফিয়ার,
মেড ইন হংকং,সৌদি আরবি
বাংলাদেশে আগমন
বুদ্ধিমতীর, বুদ্ধির খেলায়
কেড়েছে সবার মন,
দেখতে হলিউড অভিনেত্রী
অড্রে হেপাকান্ডের মতই
উক্তর দেবে সঠিক সঠিক
প্রশ্ন করো যতই,
সব জানতার এই, মানবী রোবট
অনেক কিছুই জানে
রোবটরা একদিন,রাজত্ব করবে
এটাই সে মানে,
মা হতে চায়, রোবট সুফিয়া
সংসার ও তাঁর থাকবে
বেবি রোবট,মিষ্টি করে
মা- মা – বলে ডাকবে,
রোবট সুফিয়ার গল্প কথা
বললে হবেনা শেষ
রোবট সুফিয়া অনেক খুশি
এসে বাংলাদেশ………..।।