সুখ খুঁজে পাই

23

শরীফ সাথী

রোজ প্রভাতে আকাশ ভেদে
ঝলক রবির পরশ আলোর দৃষ্টি আসে,
গাঁয়ের বাঁকে দূরের মাঠে
সবুজ বনের রূপ লাবণ্য মিষ্টি হাসে।
মৌমাছি দল ফড়িংয়ের নাচ
সর্ষে ফুলে সুপ্ত শিশির কণা হাসে,
বৃক্ষ জুড়ে পাখির ডাকে
সুখ খুঁজে পাই কৃষকের দল অনায়াসে।
নদীর জলে শাপলা শামুক
ফুল পাখি বক মমতারি সুরে ভাসে,
প্রতিটিদিন এমন দৃশ্যের
শোভা চিত্র নয়ন আমার জুড়ে ভাসে।