গণদাবী ফোরামের আলোচনা সভা ॥ বিদেশগামী যাত্রীদের হয়রানী নিরসনের দাবী

21

সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে নগরীর ৬ নং সুরমা ম্যানশন ৩য় তলাস্থ ফোরামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া), আফিকুর রহমান আফিক, বাহা উদ্দিন বাহার, কয়েছ আহমদ সাগর, শিক্ষক আব্দুল মালিক, শওকত আলী, তামিম চৌধুরী আপন, আবেদ আক্তার চৌধুরী, আতিকুর রহমান প্রমুখ।
সভায় বলা হয়, লন্ডনগামী যাত্রীদেরকে মধ্যরাতে ওসমানী বিমানবন্দরে নিয়ে সকাল বেলায় ঢাকায় পাঠিয়ে সেখানেও ৩/৪ ঘন্টা বসিয়ে রেখে ফ্লাইট দেওয়ার ফলে যাত্রীরা অমানবিক দুঃখ-কষ্ট ও হয়রানির শিকার হচ্ছেন। তা নিরসনকল্পে সুবিধাজনক সময়ে ফ্লাইট সিডিউল পুননির্ধারণের দাবী জানানো হয়। নিরাপত্তা তল্লাশীর নামে বিদেশগামী যাত্রী ও সহযোগীদেরকে মধ্য রাতে সিলেট-সালুটিকর রাস্তায় নামিয়ে যাত্রীদের একা বিমানবন্দরে প্রেরণ করায় যাত্রী ও সহযোগীরা নানাভাবে হয়রানীর শিকার হচ্ছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়। হজ্বযাত্রীদের হয়রানী নিরসনকল্পে সিলেট বিভাগের সকল হজ্বযাত্রীদের সিলেট বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট দেয়ার দাবী জানানো হয়।  বন্যাকবলিত এলাকায় লোকজন নানা রোগব্যধিতে আক্রান্ত হওয়ায় তাদের চিকিৎসার সুবিধার্থে সিলেট বিভাগের সকল হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত ঔষধপত্র প্রদানের দাবী জানানো হয়। বন্যা উপদ্রুত এলাকায় পর্যাপ্ত খাদ্য, নগদ টাকা, ঔষধপত্র ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহের দাবী জানানো হয়। বার বার বন্যায় সিলেট বিভাগের জেলা, উপজেলা ও ইউনিয়নে পর্যায়ে সকল রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব রাস্তাঘাট জরুরী ভিত্তিতে সংস্কার ও পুননির্মাণের দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি