মসজিদ মুসলমানদের পবিত্র ঘর – এডভোকেট লুৎফুর রহমান

29

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান বলেছেন, মসজিদ মুসলমানদের পবিত্র ঘর । হাউজিং এস্টেটে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে, সাধ্যনুযায়ী সহযোগিতার মাধ্যমে এটা সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। হাউজিং এস্টেটে একটি মসজিদ নির্মাণের মাধ্যমে আবাসিক এলাকা হিসেবে হাউজিং এস্টেট পরিপূর্ণতা লাভ করলো। এ মহতী কাজে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
গতকাল ৬ এপ্রিল শনিবার হাউজিং এস্টেট জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি একথা বলেন।
এ সময় সাবেক প্যানেল মেয়র-১ কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন। হাউজিং এস্টেট জামে মসজিদ এর কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যপক সৈয়দ মোঃ একরামুল হক, এম.এ করিম চৌধুরী, আব্দুল হান্নান চৌধুরী, হাজী চেরাগ উদ্দিন, আঃ রউফ, মাসুদ আহমদ চৌধুরী, আব্দুর রহিম, মতিউস সামাদ চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, ওলায়েত হোসেন লিটন, আরব উল্লাহ, ছাদিক আহমদ, ছিদ্দিকী আফজাল, আব্দুস সামাদ. আবু আকতারুজ্জামান, মোস্তাক আহমদ চৌধুরী, আবদুল আলিম, রুহুল কুদ্দুস মাছুম, মাওলানা জাকারিয়া আহমদ, সৈয়দ মোঃ জাকির হাদী, সায়েম আহমদ, মো: তাহমিনুল ইসলাম খান এডভোকেট, আব্দুল ওয়াদুদ লিটন, আখতারউজ্জামান সাকের, আ. সালেহ খালেদ, ওমর মাহবুুব, সালাউদ্দিন সাকের প্রমুখ। এদিকে হাউজিং এস্টেট এসোসিয়েশনের সাথে মসজিদ নির্মাণের লক্ষ্যে হাউজিং এস্টেটবাসীর অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক সৈয়দ মুহাম্মদ একরামুল হককে সভাপতি ও তোফায়েল আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক কওে মসজিদ পরিচালনার জন্য কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি-আবুল হান্নান চৌধুরী, মতিউস সামাদ চৌধুরী, এম.এ করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন, কোষাধ্যক্ষ মাসুদ আহমদ চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ মাওলানা জাকারিয়া আহমদ এবং সদস্য কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুর রহিম, চেরাগ উদ্দিন। বিজ্ঞপ্তি