বড়লেখায় দুই বোন করোনায় আক্রান্ত

11

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে দুই বোনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের একজনের বয়স ২৫ এবং অন্যজনের বয়স ২৭ বছর। তাদের বাড়ি পৌরসভার বারইগ্রাম এলাকায়। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এরমধ্যে ৬ জন সুস্থ হয়ে ওঠেছেন।
এদিকে গত ৭ জুন সিলেট নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ জ্বর-কাশি নিয়ে মারা যাওয়া কাপড় ব্যবসায়ী অনুরঞ্জন দেবনাথের (৬০) করোনা নেগেটিভ এসেছে। ওই ব্যবসায়ীর বাড়ি বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকায়।
এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বুধবার (১৭ জুন) বিকেলে বলেন, একই পরিবারের দুজনের করোনা পজিটিভ এসেছে। করোনার উপসর্গ থাকায় গত ৭ জুন তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী অনুরঞ্জন দেবনাথের করোনা নেগেটিভ এসেছে।