স্বাধীনতা

22

শাফায়েত হোসেন

একটি ছবি আলোয় মাখা,
নতুন ছবি হলো আঁকা,
লাল সবুজের রঙে,
পুষ্পকানন গাইলো গান
বাংলা মায়ের বঙে।

স্বাধীন স্বাধীন বলছিলো,
মানুষগুলো কাঁপছিলো,
স্বাধীনতার টানে,
যুদ্ধ-মাঠে উঠলো মেতে
রয়েল মিশিন গানে।

কামান হাতে যুদ্ধে ছুটে
স্বাধীনতার রবি উঠে
রক্ত রঙিন হাতে,
দূর নীলিমায় ডাকছে দেখ
নতুন দিনের সাথে।

হাসির ঝিলিক ফুটল শেষে,
স্বাধীনতা বীরের বেশে,
লাখো কোটি প্রাণে,
হাসল শেষে বীর বাঙালি
বিজয় ফুলের ঘ্রাণে।