স্টাফ রিপোর্টার :
নগরীর পাঠানটুলা ও শহরতলীর মালনীছড়া আমকোনা থেকে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ একজনকে এবং গত মঙ্গলবার জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হচ্ছে- জালালাবাদ থানার হাসান ভিলা ২৯/৫ নং বাসার তাহির আলীর পুত্র সেলিম আহমদ (৩০), নগরীর লালদীঘি পশ্চিমপারের ৭১ নং বাসার আব্দুল হকের পুত্র শরীফ আহমদ (২৭), ফেঞ্চুগঞ্জ থানার বাদে দেউলী গ্রামের মো: আব্দুল জব্বারের পুত্র বর্তমানে দক্ষিণ সুরমা লাউয়াই এলাকার বাসিন্দা মাহবুব আলম (২৭) ও মোগলাবাজার থানার জালালপুর গ্রামের মো: সানুর মিয়ার পুত্র মো: ফয়সাল মিয়া (২৮)। এদের মধ্যে সেলিম আহমদ ছিনতাই মামলার আসামী। অপর ৩ ছিনতাইকারীর কাছ থেকে দু’টি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিক্সাসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
এয়ারপোর্ট থানার এক প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত মঙ্গলবার লাক্কারতুরা চা বাগানের বলরাম লোহার (৩২) সাথে একই বাগানের মুসলিম লাইনের শাহীনসহ মোটর সাইকেল যোগে তেলীহাটী থেকে ফেরার পথে মালনীছড়া আমকোনা নামক স্থানে পৌছিলে ছিনতাইকারী শরীফ আহমদ, মাহবুব আলম ও মো: ফয়সাল মিয়া ধারালো চাকু ধরে বলরাম লোহারের চালিত মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। এ সময় বলরাম লোহার বাগানের সকল গার্ড এবং পুলিশকে খবর দেয়ার সাথে সাথে চা বাগানের সকল প্রবেশ এবং বর্হিগমনমুখ বন্ধ করে চা শ্রমিকগণ উক্ত ৩ ছিনতাইকারীকে ছিনতাইকৃত মালামালসহ আটক করে। পরে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নেতৃত্বে থানা পুলিশ আটককৃতদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় ৯ (১২-১২-১৭) নং দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, গতকাল বুধবার দুপুরে নগরীর পাঠানটুলা থেকে সেলিম আহমদ নামের আরেক মোটর সাইকেল ছিনতাইকারীকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। সে এয়ারপোর্ট থানার ১৪ (৩০-১১-১৭) নং মামলার এজাহারনামীয় আসামী। আটককৃত ৪ ছিনতাইকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।