সামিমা বেগম
সাত-ই মার্চের সেই ভাষণে ধূলিওড়া ক্ষণ ছিলো,
বারুদবুকে বীর বাঙালির যুদ্ধ যুদ্ধ মন ছিলো।
পাকসেনাদের প্রথম থেকেই দাবিয়ে রাখার হুঁশছিলো,
আমজনতা কাফন বেঁধে
স্বাধীন-স্বপ্নে ফুঁসছিলো।
সাত-ই মার্চের সেই ভাষণে মুক্তিযুদ্ধের ডাক ছিলো
কামার, কুমার, জেলে, মজুর লাঠিসোটা রাখছিলো।
লক্ষ লক্ষ লোকের মাঝে স্বাধীনতার পাঠ ছিলো,
সেই ভাষণের অমর সাক্ষী রেসকোর্সের মাঠ ছিলো।
মিষ্টিকথায় সুকৌশলে বিষ
মাখানো তীর ছিলো,
ধাক্কা লাগলো লাহোর গিয়ে ইয়াহিয়া শির ছিলো।
সেই ভাষণে স্বধীনতার ঘোষণাটা ঠিক ছিলো,
পাকহানাদার বোকার মতো চেয়ে চেয়ে দেখছিলো।
বঙ্গবন্ধু জাতির পিতা মহান নেতা ঠিক ছিলো,
বীর বাঙালি রক্ত দিতে নেতার কথায় এক ছিলো।