গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ সালে আহমদ চৌধুরী আর নেই। তিনি গতকাল সোমবার দিবাগত রাত ৩টায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক উত্তরসূরী ও গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি অসুস্থ হয়ে সিলেটসহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেন। মঙ্গলবার (১৯ মার্চ) বাদ আছর গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী এন্ড কলেজ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিষ্ট্রার বদরুল ইসলাম সোয়েব, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার আব্দুস শুক্কুর, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা আ’লীগ নেতা লুৎফুর রহমান, গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন, লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ,সদর ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ প্রমুখ। জানাযার ইমামতি করেন, দাঁড়িপাতন জামে মসজিদের ইমাম ও খতিব হারুনুর রশীদ।