৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সিলেট জেলার ৮১৬টি ভোট কেন্দ্রে ৯৭৯২ জন আনসার-ভিডিপি সদস্য/সদস্যারা ভোট গ্রহণে সহায়তা, আইন-শৃংখলা রক্ষা করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
সিলেট আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম ও উপজেলা কর্মকর্তাগণ উপজেলা পরিষদ নির্বাচনে ৮১৬টি ভোট কেন্দ্রের জন্য আনসার-ভিডিপির সদস্যদের শারিরীক যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বাছাইকৃত সদস্যদের প্রতি ভোট কেন্দ্রে একজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার, ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা সর্বমোট ১২ জন করে আনসার-ভিডিপির সদস্য ১৪ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ৬ দিনের দায়িত্ব পালনের জন্য ৯৭৯২ জন আনসার-ভিডিপি সদস্য/সদস্যাকে অঙ্গীভূত করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্য/সদস্যারা ভোট গ্রহণকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করেন।
৫ম উপজেলা পরিষদ ভোট গ্রহণকালে জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি’র কর্মকর্তা সহ ভোট কেন্দ্রগুলোতে আনসার-ভিডিপি’র দায়িত্বপালন দেখার জন্য পরিদর্শন করেন এবং তদারিকও পালন করেন।
ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপির সদস্য/সদস্যাদের ভাতাদি স্ব স্ব উপজেলা আনসার-ভিডিপির কার্যালয় থেকে পর্যায়ক্রমে প্রদান করা হবে। বিজ্ঞপ্তি