স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম- আব্দুর রশিদ (৩২)। সে নগরীর রায়নগর রাজবাড়ীর আক্তার মিয়ার কলোনীর মৃত ইদ্রিছ গাজীর পুত্র।
হামদাদ্ হারবাল কেয়ার প্রতিষ্ঠানের ফয়জুল হক জানান,গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে টার্মিনাল রোডের যমুনা মার্কেটের হামদাদ্ হারবাল কেয়ার প্রতিষ্ঠানে যায় আব্দুর রশিদ। এ সময় মালিক মোঃ ফয়জুল হককে সে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে অবৈধ ব্যবসা করছেন বলে তার কাছে ২২ হাজার টাকা চাঁদা দাবী করেন। এক পর্যায়ে প্রতিষ্ঠানের মালিক ফয়জুল হক আব্দুর রশিদকে ভুয়া সাংবাদিক সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া সাংবাদিক আব্দুর রশিদকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় পুলিশ তার কাছ থেকে ২ হাজার টাকা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীর একটি র্ভুয়া আইডি কার্ড উদ্ধার করেছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই মোঃ শফিকুল ইসলাম খান জানান, গতকাল রাত সাড়ে ৯ টার দিকে ভুঁয়া সাংবাদিক আব্দুর রশিদ যমুনা মার্কেটের সামনে অবস্থান করছে। গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।