সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
“সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সুনামগঞ্জে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। লক্ষ্যণীয় ছিলো সুনামগঞ্জ পৌর কলেজের ব্যানারে কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণ। মানববন্ধনে অংশ নেয়, এডাব, বাংলাদেশ মহিলা পরিষদ, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ, সচেতন নাগরিক কমিটি সনাক, জাতীয় মহিলা সংস্থা, কেয়ার-বাংলাদেশ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, সনাক সভাপতি ধূর্জটি কুমার বসু, মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন, সঞ্চিতা চৌধুরী, ফৌজিয়া আক্তার সাম্মি, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্ম্মণ প্রমুখ।